সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

  • আপডেট সময় সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল ১৪ই অক্টোবর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, জেলা জাসদের (ইনু) সভাপতি আহমেদ নিজাম মন্টু ও এডঃ দেবাহুতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুছাইন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির উপদেষ্টা শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগামীকাল থেকে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সেই লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও সামনে যেহেতু জাতীয় নির্বাচন সেহেতু সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য নাশকতার সম্ভাবনা থেকেই যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্মীয় উৎসব ঠিকমত পালন করতে পারে সে জন্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজার আয়োজকদেরও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকার প্রতিটি পূজা মন্ডপকে অনুদান প্রদান করা হয়েছে।
তিনি বলেন, গত ১৩ই অক্টোবর দুপুরের দিকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনের মহাসড়কে বাসচাপায় ওই স্কুলের যে ২জন ছাত্রী নিহত হয়েছে তা খুবই মর্মান্তিক। আমি ওই ২ছাত্রীর রূহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। দায়ী বাস চালকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে ব্যাপারে এবং স্কুলের সামনে ২টি স্পীডব্রেকার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছি। ওই স্কুলের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দৌলতদিয়া থেকে শ্রীপুর বাস টার্মিনাল পর্যন্ত উন্নয়নের ১ম অংশের কাজ আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান আমাকে জানিয়েছে। কিন্তু টার্মিনাল থেকে মুরগীর ফার্ম পর্যন্ত ফোরলেনের কাজ শুরু হলেও এই কাজ গত ২মাস যাবৎ বন্ধ রয়েছে। আবার মুরগীর ফার্ম থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩য় ফেজের কাজ শুরু করা হলেও তা মন্থরগতিতে চলছে এবং বাগমারা থেকে ধাওয়াপাড়া পর্যন্ত সংযোগ সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজেও একই অবস্থা বিরাজ করছে। আর সেই জন্য এই রাস্তায় চলাচলকারী ও রাস্তার পাশের বাসিন্দাদের ধুলাসহ বিভিন্ন কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। রাজবাড়ীর শ্রীপুর থেকে মুরগীর ফার্ম পর্যন্ত ফোরলেনের যে কাজ বন্ধ রয়েছে সেটি আগামী নভেম্বরের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজবাড়ী শহরবাসীর বাইপাস সড়কের দাবী অনুযায়ী বর্তমানে নির্বাচনের আগে সেটি করা সম্ভব না হলেও এলজিইডির তত্ত্বাবধানে আলাদীপুর জামাই পাগলের মাজার থেকে বাগমারা পর্যন্ত সংযোগ সড়কটি ১৮ফুট প্রশস্ত^করণের জন্য ১২ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই কাজটি সম্পন্ন হলে রাস্তাটি বড় যানচলাচলের জন্য উপযোগী হবে বলে আমি আশা করি।
শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, ইলিশের প্রজনন মৌসুমের জন্য সরকার পদ্মা নদীতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু কিছু স্বার্থলোভী জেলে নদীতে মাছ ধরছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অভিযানে যাওয়ার আগেই খবর পেয়ে পালিয়ে যাচ্ছে। আমার জানা মতে রাজবাড়ী মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট কর্মচারীদের কেউ কেউ আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাওয়ার খবরটি জানিয়ে দিচ্ছে। আমি আশা করবো এই সকল অসাধু কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলায় ৪২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তারা যাতে নির্বিঘেœ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে জেলার ৫টি উপজেলার পূজা মন্ডপগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়াও রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যদের পক্ষ থেকে অতিরিক্ত আরও ৪০ মেট্রিক টন চালসহ প্রত্যেক মন্ডপের জন্য ১০ হাজার টাকা করে নগদ অনুদান দেয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন সেহেতু সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য স্বার্থান্বেষী মহল পূজা মন্ডপগুলোতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। সেই দিকে খেয়াল রেখে জেলার প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আরো অধিক নিরাপত্তার জন্য জেলা প্রতিটি পূজা মন্ডপের কমিটিকে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এরপরও যদি কেউ পূজা মন্ডপগুলোতে অরাজকতা বা অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে সরকারী নির্দেশনা মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার পূজা মন্ডপগুলো রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যগণ পরিদর্শন করবেন। পাশাপাশি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পূজা মন্ডপগুলো প্রতিনিয়ত পরিদর্শন করবেন। যদি কোন পূজা মন্ডপে কোন সমস্যা হয় তবে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসহ প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে জানানোর অনুরোধ করা হচ্ছে। যাতে স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়।
জেলা প্রশাসক আরো বলেন, বিগত সময়ে পদ্মায় ইলিশ পাওয়া দুষ্কর ছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইলিশের ডিম পাড়ার সময় ইলিশ না ধরার উদ্যোগ গ্রহণ করার কারণে বর্তমানে পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। আমাদের সকলেরই জানা বিগত বছরগুলোর ন্যায় এবারও গত ৭ই অক্টোবর থেকে আগামী ২৮শে অক্টোবর পর্যন্ত সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। যার জন্য জেলার প্রত্যেক জেলে পরিবারকে খাদ্য সহায়তা বাবদ ২০ করে কেজি মোট ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এরপরও দেখা যাচ্ছে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বা লোভের বশবর্তী হয়ে নদীতে মাছ ধরছে। এ বিষয়ে নদীতে যাতে কেউ মাছ না ধরে সে ব্যাপারে আহ্বান জানানোসহ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা ও ইলিশ ধরা বন্ধে উদ্যোগ গ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।
এছাড়াও তিনি তার বক্তব্যে দৌলতদিয়ায় দুর্ঘটনা ঘটা স্কুলের সামনের মহাসড়কে স্পীডব্রেকার নির্মাণ, ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়, রাজবাড়ী-কুৃষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসসভা এলাকার মধ্যে সড়ক বিভাগের কাছ থেকে ড্রেন ও পানির লাইন বাবদ অর্থ গ্রহণের ৪মাস পরও ড্রেন ও পানির লাইন সংস্কার না করা, জাতীয় নির্বাচনে তফসীল ঘোষণার বিষয়, দুর্ঘটনায় চালককে গ্রেফতারের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন, শহর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি, পূজার সময় সন্ধ্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিগত সময়ের ৫টি হত্যা মামলাসহ বালিয়াকান্দির ইঞ্জিনিয়ার আমির আলী হত্যা মামলার অগ্রগতি, দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করাসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সভায় গত ১৩ই অক্টোবর দুপুরে দৌলতদিয়ায় বাসচাপায় নিহত ২স্কুল ছাত্রীর জন্য ১মিনিট নীরবতা পালন ও তাদের রূহের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!