শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় বিয়ের আশ্বাসে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

  • আপডেট সময় সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

॥শিহাবুর রহমান॥ বিয়ের আশ্বাসে স্বামী পরিত্যক্তা নারীকে ৪মাস অন্যত্র স্থানে রেখে ধর্ষণ করেছে ফারুক হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ী। এ অভিযোগে গতকাল ১৪ই অক্টোবর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী। অভিযুক্ত ফারুক হোসেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
মামলা সুত্রে জানাযায়, ফারুক হোসেন পাশর্^বর্তী চাঁদপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজী না হলে ফারুক তাকে বিয়ের প্রলোভন দেখাতে থাকে। গত ৩০শে মে রাত ৮টার দিকে ফারুক বিয়ে করবে বলে তাকে বাড়ী থেকে নিয়ে যায়। এরপর সে তাকে খোকসা রেলস্টেশন সংলগ্ন এক আত্মীয়ের বাড়ীতে নিয়ে বিয়ের আশ^াসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এভাবে ফারুক তাকে ওই বাড়ীতে ২মাস রেখে ধর্ষণ করে। এরপর বিয়ের পরিপূর্ণ কাগজ করার কথা বলে ফারুক তাকে ঢাকায় নিয়ে জনৈক এক ব্যক্তির বাসায় নিয়ে যায়। সেখানে নেয়ার পর ফারুক ৩টি ষ্ট্যাম্পে তার স্বাক্ষর করিয়ে নেয় এবং ওই বাসাতেও ফারুক তাকে ২মাস রেখে ধর্ষণ করে। এক পর্যায়ে ফারুকের কথাবার্তায় সন্দেহ হলে সে ফারুকের কাছে বিয়ের কাগজপত্র দেখতে চান। তখন ফারুক সেটি দেখাতে না পেরে তার ওপর শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে। এ ঘটনার পর গত ২৯শে সেপ্টেম্বর ওই নারী ঢাকা থেকে পালিয়ে বাড়ীতে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলে।
এ ঘটনায় গতকাল ১৪ই অক্টোবর তিনি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য পাংশা থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!