॥স্টাফ রিপোর্টার॥ মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)-এর আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সসহযোগিতা ও তত্বাবধানে রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভাসহ ৫টি ভেন্যুতে প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের ৫ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১৪ই অক্টোবর সকালে উজানচর ইউনিয়ন পরিষদ ভেন্যুর উদ্বোধন অনুষ্ঠানে বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা ‘নারী কল্যাণ সংস্থা (এনকেএস)-এর নির্বাহী পরিচালক অসীম কুমার পাল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক সরোজ কুমার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দের ৩০০টি শিক্ষণ কেন্দ্রের ৩০০জন পুরুষ ও ৩০০ জন মহিলা শিক্ষক এবং ১৫জন সুপারভাইজার পর্যায়ক্রম বিভিন্ন ভেন্যুতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। আগামী ৮ই নভেম্বর পর্যন্ত এই বুনিয়াদী প্রশিক্ষণ চলবে।