॥স্টাফ রিপোর্টার॥ তুরস্কে এশিয়ান পার্লামেন্টারী অ্যাসেম্বলী (এপিএ)’র সম্মেলন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ প্রতিনিধি দলের সদস্যরা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া’র নেতৃত্বে জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমসহ প্রতিনিধি দলের সদস্যরা গত ২রা অক্টোবর ভোরে ৬দিনের সফরে তুরস্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তুরস্কের ইজমির প্রদেশের আদনান মেন্ডেরেস বিমানবন্দরে পৌঁছালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী তাদেরকে অভ্যর্থনা জানান।
গত ৩-৬ই অক্টোবর তারা সেখানকার হোটেল শেরাটন চেশমীতে এপিএ’র নির্বাহী কাউন্সিলের প্রথম সভা এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির একাধিক সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও সফরকালে তারা গত ৩রা অক্টোবর রাতে তাদের সম্মানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে এবং গত ৪ঠা অক্টোবর রাতে তুরস্কের ডেলিগেশনের প্রধান মিসেস আসুমান এরদোগানের দেওয়া অফিসিয়াল ডিনারে অংশগ্রহণ করেন।
এছাড়াও তারা তুরস্কে বাংলাদেশ দূতারাসের আয়োজনে জাতীয় উন্নয়ন মেলায়ও যোগদান করেন। সফরকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সাথে তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম ছিলেন। এপিএ’র সম্মেলনে অংশগ্রহণ শেষে ৮ই অক্টোবর রাতে তারা দেশে ফিরেন।