॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভূক্ত আশ্রয়ণ-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ২৭১টি ঘরের চাবি গতকাল ১১ই অক্টোবর দুপুরে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস শাহিনুর আক্তার বিউটিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ১৩টি, বানীবহ ইউনিয়নের ২২টি, বসন্তপুর ইউনিয়নের ১০টি, সুলতানপুর ইউনিয়নের ১২টি, পাঁচুরিয়া ইউনিয়নের ৬০টি, রামকান্তপুর ইউনিয়নের ৩৭টি, খানখানাপুর ইউনিয়নের ১০টি, শহীদওহাবপুর ইউনিয়নের ২০টি, চন্দনী ইউনিয়নের ১০টি, খানগঞ্জ ইউনিয়নের ১৫টি, মূলঘর ইউনিয়নের ১৯টি, বরাট ইউনিয়নের ১৯টি, আলীপুর ইউনিয়নের ১১টি, দাদশী ইউনিয়নের ১৫টি ও রাজবাড়ী পৌরসভা এলাকার ১৭টি নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।