॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা-বাগদুলী বাজার সড়কের শ্যামসুন্দরপুর সোনারবাড়ী কাঁঠালতলা নামক এলাকায় ব্রিজের পাশে গত ১০ই অক্টোবর গভীর রাতে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-ব-১১-৪০৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক মনির আহমেদ(৩৫) ও যাত্রী রিপন কাজী(৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
প্রাইভেটকারের চালক মনির আহমেদ মানিকগঞ্জ জেলার নবরামপুর গ্রামের হাশেম মোল্লার ছেলে। যাত্রী রিপন কাজী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাংলাট গ্রামের সজল কাজীর ছেলে। রিপন কাজী ঢাকা থেকে প্রাইভেটকার নিয়ে কালুখালী উপজেলার সাওরাইল ইউপির লাড়ীবাড়ী গ্রামে শ্বশুর কামাল হোসেনের বাড়ী যাওয়ার পথে উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়লে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
জানাযায়, গতকাল ১১ই অক্টোবর ভোরে বৃষ্টির মধ্যে স্থানীয় লোকজন সোনারবাড়ী কাঁঠালতলা এলাকায় ব্রিজের পাশে পুকুরে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার দেখে পাংশার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাংশা ও কালুখালী থানা পুলিশকে খবর দেয়।
পাংশার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও নিহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত এলাকা কালুখালী থানার মধ্যে পড়ায় লাশ কালুখালী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান পাংশার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ জানান, মৃতদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।