॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল বুধবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূজানুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাজারী আবুল হাসিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, অধ্যাপক দীপক কুমার দত্ত, অধ্যাপক আবুল কাশেম, সহকারী অধ্যাপক শিব শংকর চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক একেএম শরিফুল মোরশেদ রনজু, কম্পিউটার বিভাগের অধ্যাপক মামুন-উর-রশীদ, ক্রীড়া শিক্ষক মোঃ আবু সায়েম, নাট্যব্যক্তিত্ব সামসুল আলমসহ কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ প্রমূখ উপস্থিত ছিলেন। কলেজের সনাতন হিন্দু ধর্মের ছাত্র-ছাত্রীরা বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে বলে জানা গেছে।