বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির জামালপুরের বৃহৎ আঙ্গিকে দুর্গাপূজার আয়োজন॥চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গ্রাম জামালপুর ও আলোকদিয়া সার্বজনীন দুর্গামন্দিরে এবারও বৃহৎ আঙ্গিকে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
এবারের পূজায় প্রদর্শিত হবে ৩শতাধিক দেব-দেবীর মূর্তি। ৪হাজারের অধিক বাঁশ ব্যবহার করে তিন মাস ধরে চলছে স্পট ডেকোরেশন ও মূর্তি তৈরী শেষে এখন তা রং করাসহ শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।
আগামী ১৫ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালী হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এবারও ভিন্ন আঙ্গিকে আর্কষনীয়ভাবে গ্রাম জামালপুর ও আলোকদিয়া সার্বজনীন দুর্গামন্দিরে যে পূজার আয়োজন করা হয়েছে মহাভারত ও রামায়নের কাহিনী অবলম্বনে বিভিন্ন দেব-দেবীর মূর্তি প্রদর্শিত হবে। দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য শাপলা চত্বর, জলের ফোয়ারা ও বিভিন্ন রং-বেরঙের আর্কষনীয় জল পরী প্রদর্শিত হবে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার বিশ্বাস জানান, ৮টি স্পটে ৩শতাধিক দেব-দেবীর মূর্তি প্রদর্শনের মাধ্যমে পূজা আয়োজনের কাজ চলছে। প্রায় তিন মাস ধরে প্রতিমা শিল্পীসহ ৩০জন লোক ৪হাজার বাঁশ ব্যবহার করে বিভিন্ন কাঠামো তৈরী এবং মূর্তি তৈরীর পর এখন তা রং করা ও সৌন্দর্য্য বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। এখানে ভিন্ন আঙ্গিকে অনেক দেব-দেবীর মূর্তি প্রদর্শিত ও এলাকার সর্ববৃহৎ দুর্গাপূজা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে বিধায় পূজা শেষেও ৪/৫দিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়। লক্ষ্মী পূজার দিন এর সমাপ্তি ঘটে।
মন্দির কমিটির সভাপতি বিধান চন্দ্র চট্টোপাধ্যায় বলেন, এলাকার সর্ববৃহৎ দুর্গাপূজা হওয়ায় অনেক ভক্তবৃন্দ ও দর্শনার্থীর সমাগম ঘটে। পূজা ও প্রদর্শনী চলাকালীন দর্শনার্থীদের সুবিধার্থে সর্বদা পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকরা কাজ করে। এই পূজা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে হতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, আসন্ন দুর্গাপূজায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বিশেষ করে জামালপুরের বৃহৎ পূজাটিতে বিশেষ নজরদারী থাকবে। আমি এবং পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একাধিকবার মনিন্দরটি পরিদর্শন করেছি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, উপজেলায় দুর্গাপূজা মনন্ডপগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামালপুরের পূজাটির ব্যাপারে বিশেষ নজর থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!