॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ৯ই অক্টোবর বিকাল ৩টা থেকে সন্ধ্যা অবধি বালিয়াকান্দি উপজেলায় ব্যস্ত সময় অতিবাহিত করেন। এ সময় তিনি বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও খাবার বিতরণ করেন।
জেলা প্রশাসক প্রথমে বিকাল ৩টায় বালিয়াকান্দি থানা পরিদর্শন করেন। এ সময়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান তার সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক বালিয়াকান্দি থানায় পৌঁছালে থানার পরিদর্শক(তদন্ত) মোঃ ওবায়দুল হক তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর তার নেতৃত্বে থানা পুলিশের সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরবরাহকৃত ছক অনুযায়ী থানা পরিদর্শন করেন। এ সময়ে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
থানা পরিদর্শন শেষে বিকাল ৪টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বালিয়াকান্দি উপজেলাকে শতভাগ মিড-ডে মিল কর্মসূচীর আওতায় আনয়ন উপলক্ষে ৪হাজার টিফিন বক্স ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সরজিৎ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যের শেষে জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন।
এ অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় জেলা প্রশাসক বালিয়াকান্দি সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের রেকর্ডপত্র ও রেজিস্টারাদী পরীক্ষা-নিরীক্ষাসহ ভূমি উন্নয়ন করের দাবী নির্ণয় ও আদায়, নামজারী কেসের নিস্পত্তি ও সরকারী জমির ব্যবস্থাপনা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
এরপর সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।