॥এম.এইচ আক্কাছ॥ জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৯ই অক্টোবর সকালে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যন নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফি, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান বেগম ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ কন্যা শিশু নির্যাতন ও বাল্য বিবাহের ব্যাপারে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী।