রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে বর্তমান ইউএনও’র বিদায় এবং নবাগতের যোগদান অনুষ্ঠান

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক সদ্য পদোন্নতি পাওয়া মোঃ আবু নাসার উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ই অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানকৃত রুবায়েত হায়াত শিপুলকে বরণ করে নেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা অফির্সাস ক্লাব আয়োজিত বদলী জনিত বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায়ী ইউএনও মোঃ আবু নাসার উদ্দিন। শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী ইউএনও। উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ আবু নাসার উদ্দিন, নবাগত ইউএনও রুবায়েত হায়াত শিপলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সরোয়ার জোহেব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওয়াজেদ আলী মন্ডল প্রমুখ।
এ সময় বিদায়ী ইউএনও মোঃ আবু নাসার উদ্দিন আবেগঘন বক্তব্যে বলেন, চাকুরী করতে গেলে বদলী হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। গোয়ালন্দের মানুষের ভালোবাসা পেয়েছিলাম বলে ভালো কাজ করতে পেরেছিলাম। কতটুকু সফল হয়েছি তা জানিনা। তবে আন্তরিকভাবে ভালো কাজ করার চেষ্টা করেছি। দায়িত্বপালনকালে কারো মনে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ সময় সবার চোখে পানিতে টলমল করছিল।
নবাগত ইউএনও রুবায়েত হায়াত শিপলু তার বক্তব্যে বলেন, আমি এখানে যোগদানের আগেই জেষ্ঠ্য কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি আবু নাসার উদ্দিন স্যার অনেক ভালো কাজ করেছেন। যে কারণে সে পর পর দুইবার জেলার শ্রেষ্ঠ ইউএনও হয়েছিলেন। তাঁর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজকে ভালোভাবে যাতে সম্পন্ন করতে পারি এজন্য আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। বক্তব্য পর্ব শেষে বিদায়ী ইউএনওসহ অন্যান্য কর্মকর্তাদের হাতে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!