॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গ্রাম জামালপুর ও আলোকদিয়ায় নির্মিতব্য সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ গতকাল ৫ই অক্টোবর সন্ধ্যায় পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম।
ব্যতিক্রমী এই দুর্গাপূজা মন্ডপটি পরিদর্শনকালে বালিয়াকান্দি থানার এস.আই দীপন কুমার মন্ডল, এস.আই অংকুর কুমার ভট্টাচার্য্য এবং পূজা কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি মূল পূজামন্ডপসহ বাঁশ দিয়ে নির্মিত পূজার প্রতিটি ইউনিট ঘুরে দেখেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ দেশের সার্বিক অবস্থার বিবেচনায় নিরাপত্তার ব্যাপারে পুলিশের বিশেষ সহায়তা কামনা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম বলেন, পুলিশ বাহিনী জঙ্গীবাদ মোকাবেলা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। এবার রাজবাড়ীর জেলার ৪২১টি দুর্গাপূজার নিরাপত্তার ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ পুলিশ মেনে নেবে না। বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষ স্ব-স্ব ধর্ম পালন করবে এবং পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।