॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার গতকাল ৫ই অক্টোবর দ্বিতীয় দিনেও পাংশা মডেল থানার স্টলে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ করে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডের এবং পুলিশের সেবাসমূহের তথ্যসম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় উন্নয়ন মেলার পাংশা মডেল থানার স্টলে অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহসান উল্লাহ নিজে লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন।
একইসাথে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গীবাদের সাথে জড়িতদের বিষয়ে গোপনে তথ্য প্রদানের জন্য নিজের ও থানার সকল পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর উপস্থিত লোকজনের মাঝে প্রদান করেন তিনি। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক কর্মকান্ডের ভূমিকায় উপস্থিত লোকজন প্রশংসা করেন।
উল্লেখ্য, জাতীয় উন্নয়ন মেলার প্রবেশদ্বারেই স্থাপিত হয়েছে পাংশা মডেল থানার স্টল। স্টলে ৯৯৯-এ তথ্য দিন সেবা নিন, সাম্প্রতিক সময়ে ১হাজার ১১১পিস ফেনসিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা আটক, ট্রাফিক পুলিশ সপ্তাহের বর্ণাঢ্য র্যালী, কমিউনিটি পুলিশিং কর্তৃক বাল্যবিয়ে ও মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা, গ্রাম পুলিশদের ডিজিটাল নেমপ্লেট বিতরণ, অবৈধ অস্ত্র গুলিসহ ৫ ও ৭ মামলার পৃথক আসামী-সন্ত্রাসী আটক, শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী সভা, ট্রাফিক আইন সংক্রান্ত জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। যা মেলায় আগত লোকজনের আকৃষ্ট করছে।
উল্লেখ্য, পাংশা উপজেলা পরিষদ চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ তে গতকাল শুক্রবার ছুটির দিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বর্তমান সরকারের উন্নয়ন ও সেবা সমূহের নানা তথ্যচিত্র ও মেলায় উপস্থাপিত জিনিসপত্র পর্যবেক্ষন করে।