রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দি ও কালুখালীতে জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশীর পৃথক কর্মী সমাবেশ

  • আপডেট সময় শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ৫ই অক্টোবর বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাতে জাতীয় পার্টির ২জন মনোনয়ন প্রত্যাশীর পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাদের মধ্যে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারে এবং জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালুখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হোসেন মিয়া মৃগী ইউনিয়নের শিকজান বাজারে এই কর্মী সমাবেশের আয়োজন করেন।
কাজী আবুল কাশেমের সভাপতিত্বে আনন্দ বাজারের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ রাজবাড়ী-২ আসনে (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আমাকে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আশা করি এবার আমি জাতীয় পার্টির মনোনয়ন পাব।
অপরদিকে আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে শিকজান বাজারের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল হোসেন মিয়া বলেন, ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে মনোনয়ন প্রদান করেছিলেন। পরে দলের সিদ্ধান্তেই আমি মহাজোটের প্রার্থীর পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলাম। এবার পার্টির চেয়ারম্যান নির্বাচনের জন্য আমাকে সবুজ সংকেত দিয়েছেন। অনেকে অতিথি পাখির মতো(বসন্তের কোকিল হয়ে) ঢাকা থেকে এসে মনোনয়ন প্রত্যাশা করেন, যা জাতীয় পার্টির মতো দলের জন্য হতাশাজনক। এ ধরণের কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীরা মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!