॥কামরুজ্জামান॥ ফরিদপুর জেলার মধুখালী থানার পুলিশ গত ২৭শে সেপ্টেম্বর সকালে ২০৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৭-৫৮০৩)সহ রাজবাড়ীর ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ফেনসিডিল আমদানীকারী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে মানিক সরদার(৩৮) এবং গাড়ীর চালক রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের নাজিবুর রহমানের ছেলে সজিব হোসেন(৩২)।
মধুখালী থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মধুখালী থানাধীন আড়কান্দি নামক এলাকায় প্রাইভেট কারটিকে থামার জন্য পুলিশ সংকেত দিলে সেটি নওপাড়া সড়কে ঢুকে দক্ষিণ নওপাড়া এলাকার একটি পুকুরের মধ্যে ফেনসিডিলগুলো ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই পুকুর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ফেনসিডিলের চালানটি তারা চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।