॥এম.এইচ আক্কাছ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গতকাল ৪ঠা অক্টোবর থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।
বিকালে মেলা পরিদর্শন করেন এবং মেলা প্রাঙ্গনের মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিসুর রহমান।
তিনি মেলার প্রাণবন্ত আয়োজন দেখে মুগ্ধ হন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান বেগম, কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, প্রবীণ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই মেলার উদ্বোধন করেন। গোয়ালন্দ উপজেলা প্রশাসন এই মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ৪০টি স্টলসহ মেলার মাঠ আলোকসজ্জিত করা হয়েছে। স্টলগুলোতে সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী নাগরদোলাসহ নানা আয়োজন।