॥রঘুনন্দন সিকদার॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে গতকাল ৪ঠা অক্টোবর থেকে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।
এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে থেকে ব্যান্ড পার্টি, ব্যানার-ফেস্টুন নিয়ে বের বর্ণাঢ্য শোভাযাত্রা। বালিয়াকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়।
এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্র্র্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার ৪৫টি স্টল পরিদর্শন করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ মেলার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া।