॥স্টাফ রিপোর্টার॥ ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে প্রতারণাকারী প্রতারক চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ফরিদপুর।
গ্রেফতারকৃতরা হলো ঃ ভোলার দৌলততখান উপজেলার চর খলিফা গ্রামের আবু আব্দুল্লাহর ছেলে শহীদুল্লাহ ওরফে সবুজ(৩০) এবং ঝিনাইদহের মহেষপুর উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে আসমাউল হক ওরফে অনিক(২০)। তাদের মধ্যে শহীদুল্লাহ ওরফে সবুজকে গত ২৭শে সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ঢাকার ভাড়া বাসা থেকে এবং আসমাউল হক ওরফে অনিককে গতকাল ২৮শে সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, গ্রেফতারকৃতরা বিক্রয় ডট কমে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন দিয়ে কৌশলে প্রতারণার মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের বিভিন্ন ভুয়া একাউন্ট খুলে সেই সব নম্বর ব্যবহার করে প্রতারণা করে আসছিল। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের দেবাশীষ বিশ্বাস নামের প্রতারিত এক ছাত্রের ফরিদপুরের কোতয়ালী থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শহীদুল্লাহ ওরফে সবুজকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলীর আদালতে হাজির করার পর সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আসমাউল হক ওরফে অনিককে আদালতে সোপর্দ করা হচ্ছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।