॥শিহাবুর রহমান॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং কারিগরী ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপির কন্যা ও তার এপিএস কানিজ ফাতেমা চৈত্রীর সৌজন্যে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, তার সহধর্মিনী রেবেকা সুলতানা, কন্যা কানিজ ফাতেমা চৈত্রী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সম্পাদক অডঃ শফিকুল আজম মামুন, যুব মহিলালীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অডঃ আশরাফুল হাসান আশা, সাংগঠনিক সম্পাদক অডঃ নজরুল ইসলাম লাভলু, দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের হাল ধরার পর ৩বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে রোল মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। তাকে ২১শে আগষ্টসহ কয়েকবার মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাকে এখনো জীবিত রেখেছেন। তার বিরুদ্ধে লন্ডনে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। এখন ষড়যন্ত্র করছে কামাল ও বদৌরুজ্জামান চৌধুরীরা।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারী কর্মচারীদের বেতন দ্বিগুন বাড়িয়েছেন। নারীর ক্ষমতায়ন করেছেন। তার কোন ভাই বোন নেই। আমরাই তার ভাই বোন। নৌকা ক্ষমতায় না এলে দেশে ভয়াবহতা পরিস্থিতি সৃষ্টি হবে। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
আলোচনা সভায় উপস্থাপনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ রফিকুল ইসলাম। পরে দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। এর আগে কানিজ ফাতেমা চৈত্রীর নেতৃত্বে একটি র্যালী করা হয়।