॥শিহাবুর রহমান॥ ৩৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের পুনঃনির্মাণ ও আওয়ামীলীগের দুইটি জনসভায় যোগদানের উদ্দেশ্যে আজ ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ীতে আসছেন বা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,এমপি। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শফিকুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ৮টা ৩০মিনিটে ঢাকার নিজবাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। আকাশপথে হেলিকপ্টারযোগে সকাল ১০টায় পাংশা উপজেলার মাছপাড়া কলেজ মাঠে অবতরন করবেন।
এরপর সকাল ১০টা ৩০মিনিটে তিনি আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী আঞ্চলিক মহাসড়কের তালতলা হতে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার সড়কাংশের প্রশস্তকরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধন শেষে বেলা ১১টা ৩০মিনিটে প্রধান অতিথি হিসেবে তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পাংশা উপজেলা আওয়ামীলীগের জনসভায় যোগদান করবেন।
গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা শেষে দুপুর ২টায় তিনি রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজিত জনসভায় যোগদান করবেন। জনসভা শেষে বিকাল ৩টায় তিনি আকাশপথে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন। সফরকালীন সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কর্মীসভা এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।