॥স্টাফ রিপোর্টার॥ আগামীকাল ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ী সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে রাজবাড়ীর পাংশায় আসবেন। সেখান থেকে তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার শিয়ালডাঙ্গী থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংষ্কার কাজের উদ্বোধন করবেন। এরপর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মীসভায় যোগদান করবেন। ওই কর্মীসভা শেষে তিনি রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আরেকটি কর্মীসভায় যোগদান করবেন। কর্মীসভায় তিনি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরবেন। আগামী নির্বাচনে সাধারণ মানুষ যাতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে সে বিষয়ে প্রচারণার জন্য সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি রাজবাড়ী সফরে আসছেন। সফরকালীন সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কর্মীসভাস্থলে প্যান্ডেল নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।