॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা বাজারে এক হার্ডওয়্যার দোকান থেকে গতকাল সোমবার সন্ধ্যায় ৫০ লিটার ডিনেচার্ড স্প্রিট উদ্ধার করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মর্কর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালত দোকানী নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করে। সে উপজেলার জাবরকোল গ্রামের হাজী আমির হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিরুজ্জামান জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বালিয়াকান্দি বাজারের তালপট্রির নুরুল আমিন হার্ডওয়্যার এর দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকান থেকে অবৈধভাবে সংরক্ষণ করা অবস্থায় ৫০লিটার ডিনেচার্ড স্প্রিট জব্দ করা হয়। একই সাথে তাকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দারের সামনে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে নগদ ১০হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ৫০লিটার স্প্রিট প্রকাশ্যে সবার সামনে বিনষ্ট করা হয়।