Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজনু নির্বাচিত

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে ১০নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু।
কালুখালী উপজেলার মৃগী, মদাপুর ও মাজবাড়ী ইউনিয়ন নিয়ে গঠিত ১০নং ওয়ার্ডের সদস্য পদে জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মজনুসহ ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অপর প্রার্থী মৃগী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বদর উদ্দিন সরদার গত ১১ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় গতকাল ১২ই ডিসেম্বর রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে মোঃ মিজানুর রহমান মজনুকে বিজয়ী ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোঃ মিজানুর রহমান মজনু ১৯৯০ সালে মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০০০ সালে মদাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে বৃহত্তর পাংশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ২০১৫ সালে কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ার পর অদ্যাবধি এই পদে দায়িত্ব পালন করছেন।
মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের মোঃ ইউসুফ হোসেন শেখের ছেলে মোঃ মিজানুর রহমান মজনু তার দীর্ঘ ২৬বছরের রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে সবসময় আওয়ামী লীগের পাশে ছিলেন। দলের প্রয়োজনে তাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করেছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি মদাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলীয় মনোনয়ন না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা না করে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে তাকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসিত হন। তার এই ত্যাগে সন্তুষ্ট হয়ে জেলা পরিষদের নির্বাচনে ১০নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী।
মোঃ মিজানুর রহমান মজনু জনপ্রতিনিধিসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, যতদিন বেঁচে থাকি ততদিন জনগণের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে থাকব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখব।