॥রঘুনন্দন সিকদার॥ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর ও প্রামাণ্য চিত্র দেখলো বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬শতাধিক শিক্ষার্থী।
গতকাল ৩০শে জানুয়ারী সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজ এতে অংশগ্রহন করেন। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচীর সমন্বয়কারী রনজিত কুমার, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, নেটওয়ার্ক শিক্ষক মোহাম্মদ সোহেল মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মাধবী সরকার, কবি ও গবেষক ইকরামুল হক, সিনিয়র সাংবাদিক সনজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী নোমান, রক্তিম দে, সাবা ও মেজবাহ্ তাদের অভিব্যক্তি প্রকাশ করে জানায়, এ ধরণের কর্মসূচী তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচীর সমন্বয়কারী রনজিত কুমার জানান, এই কর্মসূচী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার সঙ্গে সম্পৃক্ত করবে। প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোকচিত্র, দলিলপত্র, স্মারক ইত্যাদি প্রদর্শন করা হয়।