মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পদ্মার তীব্র ¯্রােতে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের তীর সংরক্ষণ এলাকা ভেঙ্গে যাওয়ার আশংকা

  • আপডেট সময় শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস/হেলাল মাহমুদ॥ পদ্মা নদীতে ¯্রােত অব্যাহত থাকলে রাজবাড়ী শহর রক্ষা বেড়ীবাঁধের তীর সংরক্ষণ এলাকা ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। রাজবাড়ী কর্মস্থলে এসে এই আশংকার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ।
তিনি বলেন, পদ্মায় এই মুহুর্তে তীব্র স্রোত রয়েছে। এই স্রোতের আঘাতে সিসি ব্লক ধসে পড়ছে। ¯্রােত অব্যাহত থাকলে আগামী ২০দিনেই বিলুপ্ত হয়ে যাবে তীর সংরক্ষণ এলাকা। আর তীর সংরক্ষণ এলাকা ভেঙ্গে গেলে হুমকীর মুখে পড়বে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ।
গত ২১শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সোনাকান্দর এবং সোনাকান্দর এলাকা ঘুরে ভাঙ্গনের তীব্রতা দেখা যায়। গত ২০শে সেপ্টেম্বর রাতে ভাঙ্গনের খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সোনাকান্দর এলাকায় ছুটে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা গাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘গত দুই দিনে তীর সংরক্ষণ এলাকা থেকে সিসি ব্লক ১৫-২০ হাত দূরে অবস্থান করলেও গত রাতে তীর সংরক্ষণ এলাকার সিসি ব্লক ধসে যায়। শুধু সিসি ব্লক ধসে যাওয়াই নয়, তীর সংরক্ষণ এলাকার ১০ ফুট দূরেই রয়েছে রাজবাড়ী শহর রক্ষা বেড়ীবাঁধ। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোন সময় বাঁধ ভেঙ্গে তলিয়ে যেতে পারে রাজবাড়ী শহর।’
নদী ভাঙ্গনের ফলে হুমকীর মধ্যে রয়েছে ওই এলাকার ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ও। সেগুলোর শিক্ষার্থীরা আতংকের মধ্যেই ক্লাস করছে।
সরেজমিনে ভাঙ্গনের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, চর সোনাকান্দর এলাকায় ভাঙন দেখার জন্য স্থানীয় লোকজন ভীড় জমাচ্ছে। ভীড় সামলাতে পুলিশ কাজ করছে। রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ভাঙ্গনের কাছে থেকে তাদেরকে নিরাপদ দূরত্বে রাখার জন্য পুুলিশ কাজ করে যাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সিসি ব্লকের পাশ দিয়ে ড্রেজিং করার কারণেই এই ভাঙ্গন শুরু হয়েছে। সে সময় ড্রেজিংকারীরা ড্রেজিংকৃত বালু বাঁধের এপারে ফেলার কথা বললেও তা না ফেলে ওপারে পাবনায় ফেলায় আজকের এই ভাঙ্গন। ¯্রােত অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যেই সিসি ব্লকের তীর সংরক্ষণ এলাকা ভেঙ্গে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ড্রেজিংয়ের কারণেই ভাঙ্গন প্রবণতা বৃদ্ধি পেয়েছে কিনা সেটা যাচাই-বাছাই করে বলা যাবে। শুধু পদ্মাই নয়, দেশের প্রায় সব নদ-নদীতেই এ বছর ভাঙ্গন হচ্ছে।
স্থানীয়রা জেলা প্রশাসনের তৎপরাতাকে সন্তোষ প্রকাশ করে বলেছে জেলা প্রশাসক মোঃ শওকত আলী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাতে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শক করে দ্রুত কাজ করার নির্দেশ প্রদান করছেন এবং ভাঙ্গন এলাকায় একজন সহকারী কমিশনার পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় ঠিকাদারদের কাজের তদারকি করছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবী এখন আর সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ সম্ভব না তবে শহররক্ষা বাঁধ রক্ষায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলে শহরকে রক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!