॥মনির হোসেন॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম গত ১৮ই সেপ্টেম্বর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ সিকদার মমতাজ আহমেদ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তন্ময় চক্রবর্তী শম্ভু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, পদ্মা নদীর ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণের জন্য আমি পানি সম্পদ মন্ত্রনালয়ের কাছে বিশেষভাবে জোর দাবী জানাবো। অতিসত্ত্বর বালু উত্তোলন বন্ধ করাসহ পদ্মার তীরবর্তী অঞ্চলে বাঁধের ব্যবস্থা করবো এবং বন্যা কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবো।