॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে আটকের পর গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৮জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডিতরা হলো ঃ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন কাইচাইল গ্রামের বিল্লাল সরদারের ছেলে ইমদাদুল হক(২৮), কোতয়ালী থানাধীন কমলাপুর গ্রামের মজিদ খানের মনিরুজ্জামান(২৯), মৃত তারা মোল্লার ছেলে মানিক মোল্লা(৩৮), মৃত সাইদুল হক বাচ্চুর ছেলে সজীব(২৫) ও আশরাফ হোসেনের ছেলে মোহাম্মদ আলী খান(২৩), বিল মামুদপুর গ্রামের হিরু শেখের ছেলে আবু হানিফ(২৬), সালথা থানাধীন বড় বাংরাইল গ্রামের মোসলেম শেখের ছেলে শাহ আলম(৩০) এবং কেশারদিয়া গ্রামের আবুল বাশার ভুঁইয়ার ছেলে ফারুক ভুঁইয়া(১৯)।
তাদের মধ্যে ইমদাদুল হক ও মনিরুজ্জামানকে ১মাস করে এবং অন্য ৬জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং নুসরাত জাহান খান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এর আগে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৯টি পাসপোর্ট ও শতাধিক পাসপোর্টের আবেদন ফরম জব্দ করা হয়।