॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৩শত পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে সরকারী বরাদ্দকৃত চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে গতকাল ১৮ই সেপ্টেম্বর ৩শত পরিবারের মধ্যে নানা প্রকার শুকনা খাবার এবং আগের দিন বিকেলে দেবগ্রামের আতর আলী চেয়ারম্যানের বাজারে ১হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে মোট ২০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।
এই চাউল ও শুকনা খাবার বিতরণকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারের বরাদ্দকৃত চাউল ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বন্যা চলাকালীন সময়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।