॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত দুইদিনে পৃথক অভিযানে জিআর মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিদ্দিক শেখ এবং অপর জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাসুদকে গ্রেফতার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই মোঃ আমিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ গতকাল ১৭ই সেপ্টেম্বর সকালে উপজেলার বাবুপাড়া ইউপির হাজরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলা নং-২৩/১১, টিআর-২৬৫/১১, প্রসেস নং-২৫২২/১৭, ধারাঃ ৪১১ পেনাল কোড এর ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিদ্দিক শেখকে গ্রেফতার করে। ধৃত সিদ্দিক শেখ হাজরাপাড়া গ্রামের মৃত পাচু শেখের ছেলে। এছাড়াও পাংশা মডেল থানার চুরি ও হত্যা দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সে।
অপরদিকে গত ১৬ই সেপ্টেম্বর রাতে এএসআই মোঃ মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মাসুদকে গ্রেফতার করে। ধৃত আসামী মাসুদ উপজেলার খামারডাঙ্গী গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে।