॥স্টাফ রিপোর্টার॥ ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)’র জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলেন রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস)-এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু।
গত ২৮শে জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত এনজিওদের প্রতিনিধিত্বকারী জাতীয় ফেডারেশন এফএনবি’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তিনি ১৯ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী বোর্ডের অন্যতম সদস্য নির্বাচিত হন।
বোর্ডের অন্যান্য সদসরা হলেন ঃ ব্র্যাকের এস.এন কৈরী, ব্যুরো বাংলাদেশের জাকির হোসেন, আশা’র মোঃ ফয়জার রহমান, ডরপের এ.এইচ.এম নোমান, ঢাকা আহছানিয়া মিশনের এম. এহছানুর রহমান, বেলা’র সৈয়দা রিজওয়ানা হাসান, সিডিএফের মোঃ আব্দুল আওয়াল, আরডিআরএসের ডাঃ সেলিনা রহমান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ইকবাল আহাম্মদ, ঘাসফুলের আফতাবুর রহমান জাফরী, এসডিএসের মুজিবুর রহমান, ব্রেভের এম.এম আনোয়ার উল্লাহ, ইকো সোসাইটির শেখ আরিফ আহম্মেদ, এএসএসবি’র মিনারা বেগম, ডেভেলপমেন্ট সোসাইটির ভগবতী ঘোষ, সংগ্রামের চৌধুরী মোঃ মাসুম, উন্নয়ন সংঘের রফিকুল আলম মোল্লা এবং প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মোঃ ফয়সাল রহমান। এ ছাড়াও সভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদকে আহবায়ক করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আশা’র প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরী, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির ও ঢাকা আহছানিয়া মিশনের কাজী রফিকুল আলম।
উল্লেখ্য, এনজিও ফেডারেশনের জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া মোঃ লুৎফর রহমান লাবু এনজিও ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার বর্তমান সভাপতি। এনজিও ফেডারেশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সকল জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে।