॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজ ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হওয়ায় বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই সেপ্টেম্বর বেলা ১১টায় বালিয়াকান্দি কলেজের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রাটি বালিয়াকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বালিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছ, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এবং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদারসহ বালিয়াকান্দি কলেজ ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।