॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দেবগ্রাম ইউনিয়ন দল ট্রাইব্রেকারে ৪-৩ গোলে দৌলতদিয়া ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় দৌলতদিয়া ইউনিয়নের প্রতিপক্ষ হিসেবে দেবগ্রাম ইউনিয়ন প্রতিযোগিতা করে। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ফলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে দৌলতদিয়া ইউনিয়ন দলকে ৪-৩ গোলে পরাজিত করে দেবগ্রাম ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের হৃদয় শেখ। সেরা গোল দাতা হিসেবে পুরস্কৃত হয় দৌলতদিয়া ইউনিয়ন দলের আলামিন। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক লিয়াকত হোসেন, মাহফুজুর রহমান মিলন, সাইদুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন।