॥রঘুনন্দন সিকদার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ১৩ই সেপ্টেম্বর বিকেলে চর ফরিদপুর গ্রামের একটি বাড়ি থেকে জামায়াতে ইসলামীর ৪জন নেতাকে গ্রেফতার করেছে।
এ সময় পুলিশ কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেল, কাঁচের বোতলে ভর্তি ২৫০ গ্রাম পেট্রোল ও ৭টি বাঁশের লাঠি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারী বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুর রাজ্জাক(৪২), একই ইউনিয়নের গোহাইল বাড়ী গ্রামের বাসিন্দা ও বহরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ হেদায়েত হোসেন(৫৩), চরফরিদপুর গ্রামের বাসিন্দা ও বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামাতের সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদ(৬০) এবং চরবহরপুর গ্রামের বাসিন্দা ও ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ আল-হেলাল(২৫)।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মফিজ উদ্দিন আহম্মেদের চর ফরিদপুর গ্রামের বাড়ীতে গোপন বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এস.আই দিপন মন্ডল, এস.আই অংকুর ভট্টাচার্য্য, এস.আই নূর মোহাম্মদ এবং এস.আই হিরন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে ৩টি ককটেল, ২৫০ এমএল পেট্রোল(দাহ্য পদার্থ), ৭টি বাঁশের লাঠি ও ৪টি কাঁচের বোতল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কিছু নেতাকর্মী পালিয়ে যায়।
এ ঘটনায় এস.আই নূর মোহাম্মদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।