যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী গতকাল ১৪ই সেপ্টেম্বর রাজবাড়ীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, বিশিষ্ট রিয়েল স্ট্রেট ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান আলী ইউএসএ’র মূল ধারার রাজনৈতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমেক্রেটিক সোস্যাইটির সভাপতি, ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট, ইউএসএ বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন -মাতৃকণ্ঠ।