॥শিহাবুর রহমান॥ গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তমিজউদ্দিন মৃধারপাড়ায় ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে দুইজনের নামে মামলা হয়েছে। গত ৫ই সেপ্টেম্বর ওই গৃহবধু বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। গত ২রা সেপ্টেম্বর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানাযায়, ওই গৃহবধুর স্বামী ও এলাকার পুরুষ মানুষ ওই দিনরাতে একই গ্রামের সালাম মহুরীর বাড়ীতে বিচার গান দেখতে যায়। এ সুযোগে একই গ্রামের জুলহাস মৃধা(৩০) ও কাজেম বিশ^াস(৩২) রাত সাড়ে ৯টার দিকে কৌশলে ঘরের দরজা খুলে ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার মুখ চেপে ধরে। এ সময় ওই গৃহবধুর ঘুম ভেঙে গেলে তারা গামছা দিয়ে শক্ত করে তার মুখ বেধে ফেলে। এরপর জুলহাস জোর পূর্বক তাকে ধর্ষণ করে এবং কাজেম ওই সময় তার শরীরের বিভিন্ন স্থান হাত দিয়ে যৌন নিপীড়ন করে।
এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করে। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য গোয়ালন্দ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।