॥রঘুনন্দন শিকদার॥ রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর ইউনিয়নের হুলাইল ব্রিজ এলাকায় স্বামীর মোটর সাইকেলের পিছন থেকে ছিটকে পরে কানিজ ফাতেমা রুনি নামে এক স্কুল শিক্ষিকার নিহত হয়েছে।
নিহত কানিজ ফাতেমা রুনি(৪২) রাজধরপুর গ্রামের আব্দুল হামিদ মোল্যা মেয়ে। পিএসসির চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্যা আপন ছোট বোন।
নিহতের দুলাভাই মোঃ আবু তালিব জানান, কানিজ ফাতেমা রাজধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ৮ই সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে স্বামীর সাথে নিজ বাড়ি বাজবাড়ী শহরের বিসিক হেলিপোর্ট এলাকায় ফেরার পথে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর ইউনিয়নের হুলাইল ব্রিজ এলাকায় মোটর সাইকেলটি সড়কের খানা-খন্দের ভেতরে পড়ে ঝাঁকিতে পেছন থেকে হঠাৎ ছিটকে পড়ে যায় রুনি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুলিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার স্বামী মধুখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন মোল্লাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মৃত্যুকালে কানিজ ফাতেমা তিনি স্বামী ও দুই সন্তান রিফাত ও সিফাতসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা মৃত্যুতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, বালিয়কান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সম্পাদক ফেরদৌস খান টুটুল গভীর শোক প্রকাশ করাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।