॥স্টাফ রিপোর্টার॥ জন্ম নিবন্ধন সনদ জাল করার মামলায় হুমায়ন মোল্লা(৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), ফরিদপুর গ্রেফতার করেছে।
গত ৭ই সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, হুমায়ন মোল্লা জালিয়াতির মাধ্যমে অশোক বিশ্বাস ও বিদ্যুৎ বিশ্বাস নামের ২সহোদর ভারতীয় নাগরিকের নামে ইউনিয়ন পরিষদ থেকে জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করে। এরপর অশোক বিশ্বাস ও বিদ্যুৎ বিশ্বাসকে ভুয়া দাতা দেখিয়ে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিস থেকে জাল দলিল করার মাধ্যমে তাদের সৎ মা লক্ষ্মী রাণীর নামের লীজকৃত ৩.৯১ একর জমি দখলের চেষ্টা করে।
এ ঘটনায় বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির বাবু বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি দায়ের করেন। পিবিআই ফরিদপুর স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণের পর হুমায়ন মোল্লাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত আরও ২টি জালিয়াতি মামলা আদালতে বিচারাধীন আছে।