॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে ৩জন মাদক বিক্রেতা ও ১জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এএসআই মোঃ মুকুল মোল্লা ও এএসআই মোঃ মাসুদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ গত ৬ই সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাংশা শহরের পুরাতন রেল লাইনের পাশে অভিযান চালিয়ে ১৯পিস ইয়াবাসহ আব্দুল হালিম(৩৬) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। ধৃত আব্দুল হালিম বাবুপাড়া ইউপির ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত হাচেন প্রামানিকের ছেলে।
আসামী আব্দুল হালিমের বিরুদ্ধে পাংশা মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। ইয়াবাসহ আটকের ঘটনায় আব্দুল হালিমের বিরুদ্ধে এএসআই মুকুল মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৫, তাং-০৬/০৯/২০১৮ইং।
এছাড়া গত ৬ই সেপ্টেম্বর রাতে এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ১টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নগেন চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করে। সে পাংশা পৌরসভার পার নারায়নপুর গ্রামের সতিশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
অপরদিকে গত ৫ই সেপ্টেম্বর বিকেলে পাংশা মডেল থানার এস.আই মুন্সী কামরুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ উপজেলার কসবামাজাইল ইউপির ভাতশালা গ্রামে অভিযান চালিয়ে ১৬পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম ওরফে ভারত(২৮) নামের ১জন মাদক বিক্রেতাকে আটক করে। সে ভাতশালা গ্রামের ইমান আলী সরদারের ছেলে।
এ ব্যাপারে এস.আই মুন্সী কামরুজ্জামান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদক বিক্রেতা আরিফুল ইসলাম ওরফে ভারতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। একই দিন সন্ধ্যায় কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এএসআই তোফয়েল আহমেদসহ সঙ্গীয় পুলিশ সরিষা ইউপির বিল পদুমদিয়া নতুন বাজারের আব্দুল মালেকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১পিস ইয়াবাসহ রমজান মন্ডল(৫৫) নামের ১জন মাদক বিক্রেতাকে আটক করেন। সে পালেরডাঙ্গী গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে।
এ ব্যাপারে এএসআই তোফায়েল আহমেদ বাদী হয়ে মাদক বিক্রেতা রমজান মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।