॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ভাটিখালকুলা গ্রামে গত ২৭শে জানুয়ারী বিকেলে পাতা ঝাড়– দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো ঃ নলিয়া ভাটিখালকুলা গ্রামের মোশারফ হোসেন(৪৫), সালাম শেখ(৫০) ও বিপুল হোসেন(৪০), সালাম শেখের স্ত্রী দুলালী বেগম(৪০), আফতাব আলী শেখ(৭০), আফতাব আলীর স্ত্রী হাজরা বেগম(৫০), পুত্র হাবিব শেখ(৩৫) ও হাবিব শেখের পুত্র সাগর শেখ (২০)।
আহত বিপুল শেখ জানায়, তাদের বাড়ীর পালানে তার স্ত্রী বনানী বেগম গাছের পাতা ঝাড়– দিচ্ছিল। এ সময় পার্শ¦বর্তী হাবিব শেখের স্ত্রী নাসিমা বেগম ঝাড়– দিতে নিষেধ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। আমি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে ঝগড়া শুনে এগিয়ে আসলে আমার সাথেও হাবিবের স্ত্রী ঝগড়া করে। পরে হাবিব শেখসহ সাইদের পুত্র ওলি শেখ, এরশাদ, রুবেল ও আফতাব শেখের পুত্র হেলাল শেখ সংঘবদ্ধ হয়ে আমাদের পরিবারের উপর চড়াও হয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।