শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ॥ফেরী চলছে ধীরগতিতে॥ঘাটে আটকা পড়ছে গাড়ি

  • আপডেট সময় শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাতাসের কারণে নদী উত্তাল থাকায় ঝুকি এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বিকেল ৪টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরী চলাচল করছে ধীর গতিতে। ফেরী এবং ঘাট স্বল্পতার কারণে উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। নদী পাড়ের জন্য তৈরী হচ্ছে গাড়ির লম্বা লাইন।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক(ট্রাফিক) ফরিদুল ইসলাম গতকাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় ঝুকি এড়াতে সকাল ৯টা থেকে নৌপথের সকল ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে এ সময় বড় লঞ্চগুলো খুবই সতর্কতার সাথে চলতে ছিল। নদীতে বড় ঢেউ থাকায় চালকদের সাবধানে চলতে বলা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিকেল ৪টা থেকে এই নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ শুক্রবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চালু করার কথা বলা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়তে থাকায় আগের থেকে স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ফেরী চলাচলে সময় লাগছে বেশি। গতকাল সকাল থেকে প্রচন্ড বাতাস বইতে থাকায় নদী উত্তাল হয়ে পড়ে। বড় বড় ঢেউ দেখা দেওয়ায় এক ঘাট থেকে আরেক ঘাটে পৌছতে সময় লাগছে এক ঘন্টার বেশি। এরপর ফেরীগুলো ঘাটে ভিড়লেও বাতাস ও স্রোতের ধাক্কায় নোঙ্গর করতে সময় লেগে যাচ্ছে আরো অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০মিনিট।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনের তুলনায় ফেরী কম। ছয়টির মধ্যে এক নম্বর ঘাটে খননযন্ত্র থাকায় এবং দুই নম্বর ঘাটে লোকবল না থাকায় ফেরী ভিড়ছে না। চারটি ঘাট দিয়ে গাড়ি পার হচ্ছে। এছাড়া গতকাল সকাল থেকে নদী উত্তাল থাকায় ফেরী পারাপারে বেশি সময় লাগছে। এসব কারণে দৌলতদিয়ায় তিন শতাধিক গাড়ি আটকে আছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!