সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ এরশাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, যেহেতু নির্বাচনকালীন সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলে আচরণ বিধি লঙ্ঘন হয় সেহেতু এ বছরের উন্নয়ন মেলা নির্বাচনের আগেই অনুষ্ঠিত হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ও উন্নয়ন মেলার প্রধান সমন্বয়কের সাথে ৮জন বিভাগীয় কমিশনার ও ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে উন্নয়ন মেলা সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই ভিডিও কনফারেন্সের সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ঠা অক্টোবর সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উদ্যোক্তাগণ, এনজিওসমূহ ও ব্যবসায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
মেলায় মুক্তিযোদ্ধাগণ, সিনিয়র সিটিজেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণের অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট সংগঠনসমূহ বিশেষ করে কৃষকদের সাথে কোনরকম মধ্যস্বত্ত্বভোগী ছাড়া সরাসরি ব্যবসায়ীদের সাথে লেনদেনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় আগামী ৪-৬ই অক্টোবর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। যেখানে বিআরডিবি’র ক্ষুদ্রঋণ কার্যক্রম, বিআরটিএ, পাসপোর্ট অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসসহ সকল সরকারী দপ্তরের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম তুলে ধরা ও সেবা প্রদান করা হবে। এ জন্য মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্রসহ তাদের স্ব-স্ব কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে সাধারণ জনগণ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে জানতে পারে। এছাড়াও মেলায় তথ্য প্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেগা প্রকল্পসমূহ, জেলা ব্র্যান্ডিং, সরকারের বাস্তবায়িত এমডিজির স্বীকৃতি ও বাস্তবায়নাধীন এসডিজির অগ্রাধিকারমূলক ১০টি বিষয়সহ অন্যান্য বিষয়গুলো, জেলার ঐতিহ্য ও পর্যটনের বিকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয় মেলার দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!