॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের তেঢালা বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বালিয়াকান্দি উপজেলা মৎস দপ্তরের আয়োজনে ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রজাতির ৫৭৬.৯২ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সমবায় কর্তকর্তা আব্দুল আলীম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও স্থানীয় মৎস্য প্রতিনিধি জোনাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, বাংলাদেশ মৎস্য সম্পদ আহরণসহ মৎস্য উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মাছের উৎপাদন বৃদ্ধিকরণে সরকার সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকারী অর্থায়নে হাওড়-বাওড়, বিলে মাছের পোনা অবমুক্ত করছে। স্থানীয়দের উদ্দেশ্য করে তিনি বলেন, এ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের।
মাছের পোনা অবমুক্ত শেষে তেঢালা বিলে সব ধরণের কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তেঢালা বিলের পাশ দিয়ে প্রবাহিত খালের পানি প্রবাহ সচল রাখতে বাঁশ ও টিন দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্র অপসারণ করেন। তিনি বলেন, খাল-বিল, নদীর পানি প্রবাহে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।