॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার খানাখানাপুর ইউনিয়নের তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তমিজউদ্দিন খান ট্রাস্টের চেয়ারম্যান মির্জা নাজমুল হুদা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা এবং শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতী।
মাধ্যমিক শিক্ষা ২য় প্রকল্পের প্রকল্প পরিচালক শরীফ মুর্তজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, সহকারী প্রধান শিক্ষিকা সালমা খানম, অভিভাবক আঁখি আক্তার ও আশীষ কুমার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম মোয়াজ্জেম হোসেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি তমিজউদ্দিন খান ট্রাস্টের ৮৮লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের উম্মে কুলছুম সিদ্দীকা হুদা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় গেলে বিদ্যালয়টি সরকারী করা হবে।