॥মাহফুজুর রহমান॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এদেশে জঙ্গীবাদ ও মৌলবাদের পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। জঙ্গীবাদ ও মৌলবাদ সৃষ্টি হওয়া না চাইলে আগামী নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মূলঘর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাকের পার্টির সহ-সভাপতি আঃ মান্নান মুসল্লী প্রমুখ। সভা সঞ্চালনা করেন মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কাজী কানিজ ফাতেমা চৈতী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন খান এবং শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোরাপ আলী মন্ডলসহ মূলঘর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী আরও বলেন, এখানে রাতের আঁধারে গলা কেটে নারীদের হত্যার গুজব ছড়িয়ে বিরোধী দলের নেতাকর্মীরা ফায়দা লুটতে চেয়েছে। আমরা সকলেই জানি, তাদের কাজ হলো মিথ্যাচার করা, গুজব রটানো ও মিথ্যা কথা বলা। আমরা স্বচ্ছ নির্বাচন চাই। স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন হবে। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে, নৌকা যার পক্ষে থাকবে, আমরা তার পিছনে আছি। আমরা যারা দল করি তাদেরকে দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। ইচ্ছা করলেই যে কোন কিছু করা চলবে না। যদি আমি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার কথা না শুনি, তাহলে তিনি কী আমাকে দলে রাখবেন? তিনি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।