॥আবুল হোসেন॥ নাম-পরিচয়হীন ষাটোর্ধ্ব বয়সী এক অসহায় বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত ১০ই আগস্ট স্থানীয় কিছু যুবক অসুস্থ্য ওই বৃদ্ধাকে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে ওই বৃদ্ধা সেখানেই রয়েছে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ওই বৃদ্ধা অনেকটা সুস্থ্য। কিন্তু নাম পরিচয় কিছুই বলতে পারছে না। জিজ্ঞাসা করলে অসহায় দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ সময় তার পড়নে লাল রংয়ের একটি ছায়া ও গায়ে নীল রংয়ের প্রিন্টের একটি কামিজ দেখা যায়। পোষাক অনেকটাই নোংরা। ওই কক্ষে থাকা আশেপাশের কয়েকজন রোগী জানায়, ওই বৃদ্ধা কখনো কারো সাথে কথা বলে না। মাঝেমধ্যে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে। মনে হয় সে অনেকটা অস্বাভাবিক প্রকৃতির বা মানসিক ভারসাম্যহীন হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গত ১০ই আগস্ট সকালের দিকে গোয়ালন্দের রেলগেট এলাকা থেকে ছাত্রলীগের স্থানীয় কিছু ছেলেপেলে অজ্ঞাত ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু সে কোত্থেকে কিভাবে এলো বা কারাই রাস্তার ধারে ফেলে গেল কেউ সঠিকভাবে বলতে পারছে না। প্রায় দুই সপ্তাহ ধরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের আয়াদের যতেœ সে বর্তমানে অনেকটাই সুস্থ্য। কিন্তু তার কোন ঠিকানা না জানায় তার স্বজনদের খবর দেওয়া যাচ্ছে না। কিন্তু এভাবে আর কতদিন? বিনা বেতনে কাজ করা আয়ারাও দৈনন্দিন কাজ করার পাশাপাশি তার প্রতি বাড়তি যতœ নিতে গিয়ে বিরক্তি প্রকাশ করছে। এখন দ্রুত তার জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার। বৃদ্ধার স্বজনদের খোঁজ পেতে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।