শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

স্বজনদের খোঁজ পেতে গণমাধ্যমের সহায়তা কামনা গোয়ালন্দ হাসপাতালে কে এই অজ্ঞাত বৃদ্ধা ?

  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

॥আবুল হোসেন॥ নাম-পরিচয়হীন ষাটোর্ধ্ব বয়সী এক অসহায় বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত ১০ই আগস্ট স্থানীয় কিছু যুবক অসুস্থ্য ওই বৃদ্ধাকে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে ওই বৃদ্ধা সেখানেই রয়েছে।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ওই বৃদ্ধা অনেকটা সুস্থ্য। কিন্তু নাম পরিচয় কিছুই বলতে পারছে না। জিজ্ঞাসা করলে অসহায় দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ সময় তার পড়নে লাল রংয়ের একটি ছায়া ও গায়ে নীল রংয়ের প্রিন্টের একটি কামিজ দেখা যায়। পোষাক অনেকটাই নোংরা। ওই কক্ষে থাকা আশেপাশের কয়েকজন রোগী জানায়, ওই বৃদ্ধা কখনো কারো সাথে কথা বলে না। মাঝেমধ্যে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে। মনে হয় সে অনেকটা অস্বাভাবিক প্রকৃতির বা মানসিক ভারসাম্যহীন হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, গত ১০ই আগস্ট সকালের দিকে গোয়ালন্দের রেলগেট এলাকা থেকে ছাত্রলীগের স্থানীয় কিছু ছেলেপেলে অজ্ঞাত ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু সে কোত্থেকে কিভাবে এলো বা কারাই রাস্তার ধারে ফেলে গেল কেউ সঠিকভাবে বলতে পারছে না। প্রায় দুই সপ্তাহ ধরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের আয়াদের যতেœ সে বর্তমানে অনেকটাই সুস্থ্য। কিন্তু তার কোন ঠিকানা না জানায় তার স্বজনদের খবর দেওয়া যাচ্ছে না। কিন্তু এভাবে আর কতদিন? বিনা বেতনে কাজ করা আয়ারাও দৈনন্দিন কাজ করার পাশাপাশি তার প্রতি বাড়তি যতœ নিতে গিয়ে বিরক্তি প্রকাশ করছে। এখন দ্রুত তার জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার। বৃদ্ধার স্বজনদের খোঁজ পেতে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!