॥রঘুনন্দন সিকদার॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ২৮৮তম আবির্ভাব দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ৩রা সেপ্টেম্বর থেকে দুই দিনব্যাপী কবিগানের আয়োজন করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি রঘুনন্দন সিকদার জানান, এবারই প্রথম মন্দিরের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কবিগানের আয়োজন করা হয়েছে। আশা করছি এখন থেকে প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে। এবার দেশের বিশিষ্ট কবিয়াল বাগেরহাটের তিমির সরকার ও খুলনার মানস সরকার কবিগান পরিবেশন করবেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় কুমার চৌধুরী রতন ও সাধারণ সম্পাদক সনজিৎ কুমার ভট্ট বলেন, জীব ও জগতের মঙ্গল কামনার্থে দুই দিনব্যাপী আমাদের এই ক্ষুদ্র আয়োজন। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।