॥দেবাশীষ বিশ্বাস॥ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল ২রা সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বহরপুর ইউনিয়নের ইলিশকোল রায়পুর মহাশ্মশান মন্দিরে ভক্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা এবং বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সনজিৎ কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল কুমার বসু, নিবাস মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনায় বলেন, তার মতো দুষ্টের দমন ও শিষ্টের পালনে সবাইকে কাজ করে যেতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ বিশ্বের বুকে নজির স্থাপন করেছে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে জন্মভূমিতে বসবাস করতে হবে। জন্মাষ্টমীর এ আয়োজন তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণসহ উপস্থিত সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বালিয়াকান্দি-রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। হিন্দু ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু উৎসবমুখর পরিবেশে সুসজ্জিতভাবে ঢাক-ঢোলসহ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।