সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন —রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

  • আপডেট সময় সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ঢাক-ঢোল পিটিয়ে গতকাল ২রা সেপ্টেম্বর জন্মাষ্টমী উৎসব-২০১৮ পালন করেছে।
এ উপলক্ষে দুপুর ১২টার দিকে শহরের শ্রী শ্রী রাঁধা গোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন থেকে ঢাকঢোল ও ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রা শেষে বিকেল ৩টার দিকে পাংশা আদি মহাশ্মশানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, আপনারা এই দেশের নাগরিক। আমরা হিন্দু-মুসলিম পরস্পর ভাই-ভাই সম্প্রীতির মধ্য দিয়ে এলাকায় বসবাস করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত রয়েছে। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে জিল্লুল হাকিম এমপি বলেন, শেখ হাসিনার রাজত্বে আমরা খুব শান্তিতে আছি। বিগত বিএনপি সরকারের সময় অত্যাচার-নির্যাতন, চাঁদাবাজীর কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। মানুষ বিএনপির অত্যাচার-নির্যাতনের পুনরাবৃত্তি দেখতে চায় না।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু।
অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের উপর সনাতন ধর্মীয় আলোচনা করেন পন্ডিত ব্যক্তিত্ব খোকসা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাস ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পন্ডিত শিক্ষক পাঁচু গোপাল ভট্টাচার্য। অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমপি জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাইদা হাকিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুনীল কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কার্তিক সাহা, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, চন্ডী চরণ ঘোষ, সুশীল কুমার মুদী, ভজন কুমার মাস্টারসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পাংশা আদি মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!