Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

॥কালুখালী সংবাদদাতা॥ বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদত হোসেন সাইফুল, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান শাহীন, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, ছাত্রদল নেতা জাবিউল্লাহ খান জাবের ও শরিফুল ইসলাম সবুজসহ কালুখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ আঃ রাজ্জাক খান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে দলকে সুসংগঠিত করে সকলে মিলেমিশে কাজ করতে হবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই সকলকে কাজ করতে হবে।